দিদারুল আলম জিসান : কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং ভাঙ্গাব্রিজ এলাকায় মিনি ট্রাক ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আরও তিনজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। স্থানীয়রা জানায়, শুক্রবার ৭ এপ্রিল সকাল ৭টার দিকে একটি মিনি ট্রাক কক্সবাজারগামী একটি সিএনজি(যার নং,কক্সবাজার-থ ১১-৯৩৩৫) কে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। খবর পেয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের টিম লাশ উদ্ধার করেন। দূর্ঘটনা কবলিত সিএনজি দুমড়ে মুচড়ে যায়।.
.
দূর্ঘটনায় নিহতদের একজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন,কোর্টবাজার ফোর স্ট্রোক সিএনজি মালিক ও চালক সমবায় সমিতির সদস্য হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ কোলালপাড়া এলাকার বদিউল আলম। দূর্ঘটনার পরপরই নিহতের পরিবারে চলে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।.
.
দূর্ঘটনার বিষয়ে রামু ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ জানায়, দূর্ঘটনার খবর শুনছি। ভোরে গিয়ে লাশ উদ্ধার করি। তবে বিস্তারিত জানিনা। এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনার বিষয়ে রামু থানার ওসি জানান, সকালে খুনিয়াপালং এলাকায় দূর্ঘটনায় সিএনজি চালক ও যাত্রীসহ তিনজন নিহত হয়। বদিউল আলম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। বাকীদের পরিচয় শনাক্ত করার কার্যক্রম চলছে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: